নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরে ২০২৪ সালের গণআন্দোলনে নিহত শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ী সড়কে শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা এবং পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. আব্দুল হালিম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদুজ্জামান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, জোনাল সেটেলমেন্ট অফিসার আশিক হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গি, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাইফ খান সাকিব, জুলাই যোদ্ধা সোহেল রানা সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শাহ্ ফরিদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।
পরবর্তীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ জান শরীফ মিঠুর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও খোঁজখবর নেন।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।