হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
দৈনিক সংবাদ ৭১
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে শহীদ নজিবুল সরকার বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমনা রিয়াজ শহীদের কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, শহীদ বিশালের পিতা মাজিদুল সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও ইউনিয়ন জামায়াতের আমীর সাজেদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে চলমান জুলাই গণআন্দোলনে অংশগ্রহণের সময় পুলিশের গুলিতে শহীদ হন নজিবুল সরকার বিশাল।