আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল দিনব্যাপী কর্মসূচি
স্টাফ রিপোর্টার: প্রভাষক জাহিদ হাসান, দৈনিক সংবাদ ৭১
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ছিল দিনব্যাপী নানা কর্মসূচি।
সকাল সাড়ে ৯টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য বিজয় র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্য ও সংগ্রামী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
“জুলাই ২৪ গণঅভ্যুত্থান ও অগ্রগতির পটভূমি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন—
“জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি দিন নয়, এটি বাঙালির ইতিহাসে গণতন্ত্রের দাবিতে গর্জে ওঠা এক অতুলনীয় প্রতিবাদের নাম। আমি নিজেও ঐতিহাসিক সেই আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী ছিলাম। শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে আমি আশাবাদী— কারণ এই প্রজন্ম ইতিহাস জানতে চায়, সত্য জানাতে চায় এবং ন্যায়ের পক্ষে দাঁড়াতে চায়।”
তিনি আরও বলেন—
“জুলাই ২৪-এর চেতনা আমাদের চলার পথের অনুপ্রেরণা হয়ে থাকুক। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক সেই আত্মত্যাগের বার্তা।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ মুহসিন হোসেন খান, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, প্রফেসর ড. মোঃ জামাল হোসেন, প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুদ এবং পবিপ্রবি’র ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) মোঃ মাহফুজুর রহমান সবুজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।
দুপুর দেড়টায় কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।
দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে। শিক্ষার্থীদের পরিবেশনায় দেশপ্রেম ও গণআন্দোলনের চেতনায় উজ্জীবিত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে।
দিবসটি ঘিরে আয়োজিত প্রতিটি কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।