হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দুমকি উপজেলায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় যুবলীগ নেতা মো. মনিরুল ইসলাম ফকির (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি।
দুমকি থানা পুলিশ জানায়, সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম ফকির দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং মো. দেলোয়ার হোসেন ফকিরের একমাত্র পুত্র।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।