স্টাফ রিপোর্টার,প্রভাষক জাহিদ হাসান
জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পটুয়াখালীর দুমকি উপজেলায় শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় দুমকি উপজেলার দুই শহীদের কবরস্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হকের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মাঝে ব্যাপক প্রশংসা লক্ষ্য করা গেছে।