জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্রীবরদীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি
শফিউল আলম শফিক, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি | দৈনিক সংবাদ ৭১
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এই র্যালি আয়োজন করা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া এই গণঅভ্যুত্থান পরবর্তীতে ছাত্র-জনতার একদফা আন্দোলনের রূপ নেয়, যার ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতমুখী পলায়ন ঘটে।
র্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। তিনি বলেন,
“আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে হবে। দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
এছাড়া উপস্থিত ছিলেন—
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীদের মধ্যে ছিল চাঙা মনোবল ও ঐক্যের বার্তা।