এম আলী আকবর
ব্যুরো চিফ, দৈনিক সংবাদ ৭১
বাগেরহাট | ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টায় বাগেরহাটের দশানী ট্রাফিক মোড়ে এ কর্মসূচি শুরু হয়।
গণজমায়েতের শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম।
মাওলানা রেজাউল করিম বলেন, “জুলাই শহীদ ও আহত যোদ্ধারা বৈষম্যহীন ও ন্যায়ের সমাজব্যবস্থার স্বপ্ন দেখিয়েছেন। তাদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে হবে। এক বছর পেরিয়ে গেলেও জুলাই গণহত্যার বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমরা দ্রুত বিচার ও রাষ্ট্রীয় খেতাব দাবি করছি।”
তিনি আরও বলেন, “বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দেশের রাজনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। নয়তো জনগণ আর লুটপাটের নির্বাচন মেনে নেবে না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন:
এছাড়া সদর, কচুয়া, ফকিরহাট ও রামপাল উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিশাল গণমিছিল দশানী মোড় থেকে শুরু হয়ে কোর্ট এলাকা, বাস টার্মিনাল, আলিয়া মাদ্রাসা রোড, ভিআইপি মোড় হয়ে আবারও দশানী মোড়ে গিয়ে শেষ হয়। স্লোগানে মুখরিত রাজপথে একসময় বাগেরহাট শহর রূপ নেয় জনসমুদ্রের মতো।