নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছে ফরিদপুর প্রেসক্লাব।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ শহীদ মিঠুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।