আমিরুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) মাল্টিমিডিয়া প্রতিনিধি।।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।
এছাড়াও বক্তব্য রাখেন:
সমাবেশটি পরিচালনা করেন আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল হক।
বক্তারা বলেন, “আজ জাতীয় মুক্তি দিবস। ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে প্রায় দুই হাজার শহীদের রক্তে স্নাত এই বাংলাদেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দখলমুক্ত রাষ্ট্রে পরিণত করতে চাই।”
তারা দাবি জানান—৩০ হাজার আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং ‘জুলাই সনদ’ অবিলম্বে ঘোষণা ও সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
বক্তারা আরও বলেন, “ফ্যাসিবাদী সরকার ষোলো বছর ধরে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। প্রতিবাদী ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছিল। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। এসব শহীদের রক্তের ঋণ ভুলে গেলে চলবে না।”
সমাবেশে সবাইকে অন্যায়, দুর্নীতি ও ফ্যাসিবাদবিরোধী শপথ নেওয়ার আহ্বান জানানো হয়।