গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল ইকবাল মাহমুদ
সুনামগঞ্জ প্রতিনিধি | দৈনিক সংবাদ ৭১
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন সুনামগঞ্জের বিশিষ্ট সাংবাদিক আল হেলাল মোঃ ইকবাল মাহমুদ। তিনি দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের সম্মাননা প্রদান করে সরকারি এ প্রতিষ্ঠান। এ সম্মাননা প্রদান করা হয় সেইসব সাংবাদিকদের, যারা জুলাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সত্য ও নির্ভীক সংবাদ তুলে ধরেন।
আল হেলাল মো. ইকবাল মাহমুদ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ জেলার তিন বীর শহীদের জীবন ও সংগ্রাম নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেন। পাশাপাশি, জাতীয় দৈনিক খবরপত্র ও স্থানীয় দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন-এ তিনি জুলাই যুদ্ধের আহত যোদ্ধাদের নিয়ে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করেন। এ সকল কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এবার এ সম্মাননায় ভূষিত হন।
রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টায় ঢাকার সার্কিট হাউজ রোডস্থ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ডিএফপি মিলনায়তনে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা–২০২৫” এর অংশ হিসেবে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম, অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) মো. কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক সামছুল হক জাহিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আব্দুল্লাহ। তিনি সাংবাদিক আল হেলালের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেন।
এছাড়াও বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার, সদস্য শাহীন হাসনাত, দৈনিক কালবেলা-এর যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন, যমুনা টিভি-র অ্যাসিস্ট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান, এখন টিভি-র রিপোর্টার সাজিদ আরাফাত, এবং সাংবাদিক নেতা আমিরুল মোমেনিন মানিক।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ সামছুল হক।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অফিস সহকারী একেএম ফরিদ উদ্দিন জানান, এ বছর শহীদ সাংবাদিক পরিবারসহ মোট ১৯২ জন সাংবাদিককে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সম্মাননা পাওয়ার পর সাংবাদিক আল হেলাল মোঃ ইকবাল মাহমুদ তথ্য উপদেষ্টা ও প্রেস সচিবের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানান।