প্রভাষক জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার
দৈনিক সংবাদ ৭১
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া বিকে উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা জুবায়ের হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউএনও বিদ্যালয় মাঠে মাটি ভরাট প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন এবং জানান, ১৫ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণ কাজ খুব শিগগিরই শুরু হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, অন্যান্য শিক্ষকবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা।