রায়হান হোসেন, স্টাফ রিপোর্টার
বেনাপোল, যশোর
যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের বিশেষ অভিযানে ২০০ পুরিয়া হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩ আগস্ট ২০২৫) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়ার দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ রাশেদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানটি চালানো হয় বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় (পশ্চিমপাড়া) গ্রামে। অভিযানে মোছাঃ রেহেনা বেগম (৬৫) নামের এক নারীকে তার নিজ বসতবাড়ির উঠান থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পুরিয়া হেরোইন (মোট ওজন ২০ গ্রাম) কাগজসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরে তাকে পুলিশ প্রহরায় একইদিন (৩ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতের পরিচয়: