আজিজুল রহমান
মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।
২০২২ ও ২০২৩ সালের এসএসসি পর্যায়ের ১৬ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে এককালীন বৃত্তি প্রদান করা হয়। সর্বমোট ৫ লাখ ২৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. মো. আনিস আর রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
এছাড়া আরও বক্তব্য রাখেন:
সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুখসানা ইসলাম ও ফাহিম হোসনে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এ উদ্যোগকে মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।