1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর: প্রাধান্য পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি | দৈনিক সংবাদ ৭১
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে দেশব্যাপী গণমিছিলের ডাক জামায়াতের ‘বাংলাদেশে ফেরত পাঠানো হবে’— ভয়ে কলকাতায় এক ব্যক্তির আত্মহত্যা প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর: প্রাধান্য পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি ইয়ামিন হত্যা: সাবেক এএসআই মোহাম্মদ আলী রূপগঞ্জ থেকে গ্রেফতার রাজশাহীর মিষ্টি পানের চাহিদা সবচেয়ে বেশি, জিআই স্বীকৃতি শিগগিরই নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, সংশোধনের সুযোগ দিচ্ছি: এনসিপি গাজায় রেড ক্রিসেন্টের সদর দপ্তরে ইসরায়েলি হামলা, নিহত ১ হতাহতদের ক্ষতবিক্ষত ছবি-ভিডিও ব্লার করার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ৫ আগস্ট দেশের সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর: প্রাধান্য পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, প্রভাষক জাহিদ হাসান দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

 


প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর: প্রাধান্য পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, প্রভাষক জাহিদ হাসান
দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন মালয়েশিয়া সফর ঘিরে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা। আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহে তাঁর তিনদিনব্যাপী সরকারি সফর নির্ধারিত রয়েছে। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনে মালয়েশিয়ার সমর্থন অর্জনের বিষয়ে আলোচনা হবে। এছাড়া উভয় দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (MoU) সইয়ের সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই সফর কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসিয়ানের পূর্ণ সদস্য হওয়ার লক্ষ্যে বাংলাদেশের কৌশলগত অগ্রযাত্রায় মালয়েশিয়ার সমর্থন বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মালয়েশিয়ায় বসবাসরত প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশি এই সফরের মাধ্যমে অভিবাসন, পাসপোর্ট নবায়ন এবং শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিতের ব্যাপারে বাস্তবসম্মত অগ্রগতি প্রত্যাশা করছেন। প্রবাসীদের বড় অংশের দাবি, অবৈধ অভিবাসীদের দ্রুত বৈধতার সুযোগ দেওয়া হোক এবং পাসপোর্ট নবায়নের জটিলতা দূর করা হোক।

এ বিষয়ে একজন প্রবাসী বলেন, “পাসপোর্ট রিনিউ করতে এখনো অনেক সময় ও হয়রানির শিকার হতে হয়। এই প্রক্রিয়াকে সহজ ও ডিজিটালাইজড করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ প্রয়োজন।”

এদিকে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, এটি কেবল দুই দেশের সরকারপ্রধানের সাক্ষাৎ নয়, বরং দুই বন্ধুরও মিলন। ফলে এই সফর থেকে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ কিছু অর্জনের সুযোগ তৈরি হয়েছে। তারা বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষায় আউটসোর্সিং পদ্ধতি পুনরায় চালুর পাশাপাশি নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা আনার ওপর গুরুত্বারোপ করেছেন।

সফরকালে রোহিঙ্গা সংকট ও অর্থপাচার রোধ নিয়েও উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ড. ইউনূস মালয়েশিয়ার বর্তমান ও সাবেক কয়েকজন শীর্ষ নেতার সঙ্গেও পৃথক বৈঠক করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

প্রবাসী ও দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক অগ্রযাত্রায় এই সফর কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলে দেবে। তবে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা অনেক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।