দুমকিতে "এডিস মশা দমন ও ডেঙ্গু প্রতিরোধ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
প্রভাষক জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলার দুমকি উপজেলা প্রশাসনের উদ্যোগে এডিস মশা দমন ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে অংশীজনদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসাদুজ্জামান মিয়া মুন্না। তিনি এডিস মশার বিস্তার, ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধে করণীয় এবং সচেতনতা বৃদ্ধির উপায় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন। এছাড়াও কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাই এডিস মশা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণের উপর গুরুত্বারোপ করা হয়।