এম আলী আকবর, ব্যুরো চিফ | দৈনিক সংবাদ ৭১
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) 'জুলাই অভ্যুত্থান'র প্রথম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি পালন করবে।
গত শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, “২০২৪ সালের জুলাই মাসে ছাত্র ও জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগর ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানানো হচ্ছে।”
তিনি আরও জানান, গণমিছিল কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতির পাশাপাশি দলের প্রতিটি শাখাকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে দেশের সর্বস্তরের নাগরিকদের গণমিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “এই গণমিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।”