আজিজুর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার
দৈনিক সংবাদ ৭১
চট্টগ্রাম: চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ক্লাবের ৩০৮ নম্বর কক্ষে বিছানায় পড়ে থাকা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন দৈনিক সংবাদ ৭১-কে জানান, রোববার রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ক্লাবে রাত্রীযাপন করেন। সোমবার সকালে তার একটি মিটিং থাকার কথা ছিল। নির্ধারিত সময়ে তিনি না পৌঁছানোয় এবং মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও সাড়া না পাওয়ায় সংশ্লিষ্টরা ক্লাব কর্তৃপক্ষকে জানায়।
পরে রুমের দরজায় নক করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। একপর্যায়ে বারান্দার গ্লাসের দরজা ভেঙে দেখা যায়, বিছানায় নিথর অবস্থায় পড়ে আছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ডিসি আলমগীর হোসেন বলেন, “প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিবারের সম্মতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ দেশের গুরুত্বপূর্ণ সামরিক পদে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতেও আলোচনায় ছিলেন।