স্টাফ রিপোর্টার: হারুন অর রশিদ
প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট ২০২৫
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ।
সোমবার (৪ আগস্ট) সকালে আইনজীবী জেড আই খান পান্না গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
চিঠিতে বলা হয়েছে, “সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেপ্তার, হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা এবং রিমান্ড মঞ্জুরের ঘটনাটি আমাদের বিচারিক সংস্কৃতির জন্য এক ভয়াবহ অশনি সংকেত ও কলঙ্কের তিলক।”
তারা বলেন, “সহ-বিচারকদের সহযোগে শুদ্ধ রায় প্রদানের কারণে অথবা আংশিক সত্য-মিথ্যার মিশ্রণে সাজানো মামলার ভিত্তিতে খায়রুল হকের মতো একজন সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা আমাদের কাছে বোধগম্য নয়।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, “বিশেষ করে সাংবিধানিক মামলায় দেওয়া মতামতের জন্য অথবা জুলাই আন্দোলনের সময় ঢাকায় বা তার আশপাশে সংঘটিত কোনো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কাল্পনিকভাবে মামলা দায়েরের মাধ্যমে তাকে জড়ানো হয়েছে। এমন ফৌজদারি মামলা সম্পূর্ণ অবিশ্বাস্য, অগ্রহণযোগ্য এবং আইন ও সংবিধানবিরোধী।”
চিঠিদাতা দুজন দাবি করেন, বিচারকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রচলিত বিধিবিধান ও কমন ল’ অনুযায়ী এমন গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি। তারা বলেন, “এই ঘটনা দেশের বিচার ব্যবস্থাকে বিপন্ন করে তুলেছে এবং এক ভয়াবহ নজির সৃষ্টি করেছে।”
চিঠির শেষাংশে প্রধান বিচারপতির উদ্দেশে তারা বলেন, “আপনি অন্তত সাবেক প্রধান বিচারপতির জামিনের পথে যেসব অদৃশ্য বাধা রয়েছে, সেগুলোর প্রতি নজর দিন এবং তার পক্ষে একটি ন্যায্য ও যোগ্য আইনি লড়াইয়ের সুযোগ নিশ্চিত করুন।”