আধুনিক প্রযুক্তির সহায়তায় চিহ্নিত হয় চোরের আস্তানা, সহযোগীরা এখনো পলাতক
স্টাফ রিপোর্টার: মো. রায়হান |
বেনাপোল, যশোর
যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় একটি মোবাইল ফ্লেক্সিলোড দোকানে তালা ভেঙে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এক চোরকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন শার্শা উপজেলার রামপুর গ্রামের মমতাজ রহমানের ছেলে সাজু। শনিবার (২ আগস্ট) দুপুরে শার্শার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে অভিযানের সময় তার আরও কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন সাদিপুর রোডে অবস্থিত ব্যবসায়ী আক্তার হোসেনের দোকান থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি হয়।
চুরির ঘটনার পরপরই দোকান মালিক আক্তার হোসেন ও বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্তে নামে এবং দোকানের সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে চোরের অবস্থান নিশ্চিত করে।
ওসি রাসেল মিয়া আরও জানান, সাজুকে আটকের সময় চুরির কাজে ব্যবহৃত হাতুড়ি, রড, চাকু ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজু স্বীকার করেছে, চুরি করা টাকা তার সহযোগী রুবেলের কাছে রয়েছে। রুবেল বর্তমানে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক বলেন, “এই চক্রটি দীর্ঘদিন ধরে মাছের ঘেরে আস্তানা গড়ে সংঘবদ্ধভাবে চুরি ও ডাকাতি করে আসছিল। পুলিশ তাদের একটি আস্তানা ইতোমধ্যে উচ্ছেদ করেছে। আশা করছি দ্রুত চুরি হওয়া অর্থও উদ্ধার হবে।”
তিনি আরও বলেন, “এই ধরনের ঘটনা এড়াতে ব্যবসায়ীদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং পুলিশের পক্ষ থেকেও রাতের টহল আরও বাড়ানো প্রয়োজন।”