1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
জিম্মিরা মুক্ত না হলে গাজায় যুদ্ধ চলবে: ইসরায়েলি সেনাপ্রধানের হুঁশিয়ারি | দৈনিক সংবাদ ৭১
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
হতাহতদের ক্ষতবিক্ষত ছবি-ভিডিও ব্লার করার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ৫ আগস্ট দেশের সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে স্মারকলিপি: নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় প্রতিবাদ জোরালো ১২ কেজি এলপি গ্যাসের দাম কমল ৯১ টাকা সারা দেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১,৩৫৩ জন মঙ্গলবার বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের জন্য এনসিপির নির্দেশনা ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনওর পরিদর্শন জুলাই ঘোষণাপত্রে ২৬ দফা: বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনর্গঠনের রূপরেখা

জিম্মিরা মুক্ত না হলে গাজায় যুদ্ধ চলবে: ইসরায়েলি সেনাপ্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেক্স | প্রভাষক জাহিদ হাসান
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 


জিম্মিরা মুক্ত না হলে গাজায় যুদ্ধ চলবে: ইসরায়েলি সেনাপ্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেক্স | প্রভাষক জাহিদ হাসান

গাজায় বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। শুক্রবার (১ আগস্ট) গাজার একটি সামরিক কমান্ড সেন্টারে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ হুঁশিয়ারি দেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাজায় সামরিক ঘাঁটিতে কমান্ডারদের সঙ্গে আলোচনায় বসেছেন জামির। এ সময় তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হবে—চুক্তির মাধ্যমে জিম্মি মুক্তি সম্ভব কিনা। যদি তা না হয়, যুদ্ধ বিরতিহীনভাবে চলবে।

এখনও গাজায় ৪৯ জন জিম্মি

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল থেকে মোট ২৫১ জনকে অপহরণ করা হয়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এখনো ৪৯ জন গাজায় জিম্মি রয়েছেন এবং তাদের মধ্যে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত সপ্তাহে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী দুটি ভিডিও প্রকাশ করে, যেখানে কয়েকজন জিম্মিকে শারীরিকভাবে অসুস্থ ও দুর্বল অবস্থায় দেখা গেছে।

শান্তি আলোচনা ব্যর্থ, তীব্র হচ্ছে সামরিক অবস্থান

জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় যে শান্তি আলোচনা চলছিল, তা গত মাসে ভেস্তে যায়। এরপর থেকেই ইসরায়েলে অনেকেই আবারও সামরিক চাপ বৃদ্ধির পক্ষে মত দিচ্ছেন।

তবে ইসরায়েলি সেনাপ্রধান জামির জানান, আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির দাবির পরও হামাসের ‘নৈতিক ব্যর্থতা’ এই সংকটের মূল কারণ। তার ভাষায়, “ইসরায়েলি সেনাবাহিনী একটি নৈতিক বাহিনী। আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ভিত্তিহীন ও প্রতারণামূলক।”

দুই পক্ষের প্রাণহানির চিত্র

২০২৩ সালের হামাসের হামলায় ১,২১৯ জন ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর মতে, গাজায় স্থল অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ৮৯৮ জন সেনা নিহত হয়েছে।

অপরদিকে, হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬০,৩৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ এই সংখ্যাকে “বিশ্বাসযোগ্য” বলে উল্লেখ করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।