আবিদ হাসান আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব তপশিলি ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের এক সাম্প্রতিক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাই ২০২৫ তারিখের জারি করা প্রজ্ঞাপনের আলোকে ৫ আগস্ট (এক দিনের জন্য) দেশের সব তপশিলি ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন সব তপশিলি ব্যাংকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে দেশে পালিত হবে বলে সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে।