শামীম হাওলাদার, মাল্টিমিডিয়া রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকেলে বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, আজ সন্ধ্যা থেকেই নতুন মূল্য কার্যকর হবে।
এর পাশাপাশি, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা (মূসকসহ)।
উল্লেখ্য, এর আগে গত ২ জুলাই বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করেছিল। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা করা হয়েছিল।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকো নির্ধারিত প্রপেন ও বিউটেনের দামের ভিত্তিতে প্রতি মাসেই দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়। ২০২১ সালের ১২ এপ্রিল থেকে বিইআরসি মাসিক ভিত্তিতে এই দাম নির্ধারণ কার্যক্রম চালিয়ে আসছে।