রুয়েল ইসলাম রুবেল, মাল্টিমিডিয়া রিপোর্টার
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতবিক্ষত ছবি ও ভিডিও ব্লার (ঝাপসা) করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসব ছবি ও ভিডিও মানসিক পীড়া তৈরি করতে পারে বলে পর্যবেক্ষণ দিয়ে আদালত এ আদেশ দেন।
আজ রোববার (৩ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে রুলসহ এই আদেশ দেন।
গত ২৯ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ এ বিষয়ে একটি রিট আবেদন করেন। ওই রিটের শুনানি শেষে ৩১ জুলাই আদালত আদেশের জন্য ৩ আগস্ট দিন ধার্য করেন।
রিটে উল্লেখ করা হয়, ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পোশাকহীন, অগ্নিদগ্ধ ও রক্তাক্ত অবস্থার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। এসব ছবি ও ভিডিও সাধারণ মানুষ, বিশেষ করে ভুক্তভোগী পরিবারের জন্য মানসিক আঘাতের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
শুনানিতে রিট আবেদনকারী নিজেই আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. গোলাম রহমান ভূঁইয়া এবং নূর মুহাম্মদ আজমী।
আদালতের আদেশের পর আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ বলেন, “আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী দুর্ঘটনায় আহত–নিহতদের ছবি প্রকাশে সংবেদনশীলতা বজায় রাখার কথা বলা হয়েছে। অথচ আমাদের দেশে এই বিষয়ে অনেক ক্ষেত্রেই উদাসীনতা দেখা যায়। আদালত নির্দেশ দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ছবি বা ভিডিও প্রচার–প্রকাশের সময় যেন যথাযথ বিধিবিধান অনুসরণ করা হয় এবং ইতিমধ্যে যা প্রকাশিত হয়েছে, সেগুলোও যেন ঝাপসা করে দেওয়া হয়।”
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই পর্যন্ত ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।