এম আলী আকবর, ব্যুরো চিফ, দৈনিক সংবাদ ৭১
বাগেরহাটের একটি সংসদীয় আসন কমানোর প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে শহরের দশানী ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খুলনা-বাগেরহাট মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “বাগেরহাট জেলার দীর্ঘদিনের চারটি আসন থেকে একটি বাদ দিয়ে তিনটি করা হলে তা হবে চরম বৈষম্য ও অযৌক্তিক সিদ্ধান্ত। এই প্রস্তাব দেওয়ার আগে স্থানীয় রাজনীতিবিদ বা জনগণের সঙ্গে কোনো আলোচনাই হয়নি।”
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, “আজ আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। আগামীকালও কর্মসূচি থাকবে। জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করা হবে। এরপরও যদি নির্বাচন কমিশন প্রস্তাব প্রত্যাহার না করে, তাহলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে। প্রয়োজনে সারা দেশ থেকে বাগেরহাটকে বিচ্ছিন্ন করা হবে।”
জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন—
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আরেফী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, খেলাফত মজলিসের সভাপতি আমিরুল ইসলাম সিদ্দিকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এস এম সাদ্দাম, এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।