হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৮২২ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৫৩১ জন বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
রোববার (৩ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন।
তিনি জানান, পুলিশের সমন্বিত অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও সরঞ্জামও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি দেশীয় রিভলবার, দুইটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় এলজি, চার রাউন্ড কার্তুজ, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল ও একটি হ্যান্ডক্যাপ।
এআইজি শাহাদাত হোসাইন জানান, অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।