
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের জন্য এনসিপির নির্দেশনা
স্টাফ রিপোর্টার, প্রভাষক জাহিদ হাসান
৩ আগস্ট ২০২৫, রোববার
নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় দেশব্যাপী আয়োজিত এক সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সমাবেশ ঘিরে দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের জন্য একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কর্মসূচি সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
নির্দেশনাসমূহ:
- শহীদ মিনারে অবস্থান: ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের শহীদ মিনার চত্বরে অবস্থান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে।
- পরিবেশ রক্ষা: সঙ্গে আনা পানির বোতল বা অন্য কোনো আবর্জনা নির্ধারিত স্থানে ফেলতে হবে।
- আচরণবিধি: অন্য ইউনিটের নেতাকর্মীদের পরিচিত না হলে নিজেদের পরিচয় নিশ্চিত করুন। কোনো অবস্থাতেই অসদাচরণ করা যাবে না।
- সুশৃঙ্খলতা বজায় রাখা: সমাবেশের পাশেই জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি রয়েছে। সে কারণে নিজ নিজ অবস্থান থেকে সুশৃঙ্খলভাবে অংশ নিতে হবে।
- স্লোগান ও বক্তব্য: কর্মসূচি চলাকালীন নিরবতা বজায় রেখে শুধু বক্তব্য ও স্লোগানে অংশগ্রহণের সময় সাড়া দিতে বলা হয়েছে।
অবস্থান বিন্যাস:
- স্টেজের ডান পাশে: ঢাকা মহানগর উত্তর ইউনিট
- স্টেজের বাঁ পাশে: ঢাকা মহানগর দক্ষিণ ইউনিট
- সর্ববামে: ছাত্র ইউনিট
- মহানগর ইউনিটের পিছনে: যুবশক্তি ও শ্রম উইং
- উত্তরাঞ্চলের ৩৪ জেলা ইউনিট: আইন ভবনের সামনের সড়ক
- দক্ষিণাঞ্চলের ৩৪ জেলা ইউনিট: জগন্নাথ হল সড়ক
জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ জানিয়েছেন, এই সমাবেশ থেকেই নতুন রাজনৈতিক বার্তা ও ভবিষ্যতের কর্মসূচির রূপরেখা তুলে ধরা হবে।