এম আলী আকবর, ব্যুরো চিফ | দৈনিক সংবাদ ৭১
আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ‘জুলাই ঘোষণাপত্র’-এর খসড়া চূড়ান্ত করেছে। এটি জাতির সামনে উপস্থাপন করা হবে গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে।
আরেকটি পোস্টে বলা হয়, “ছত্রিশ জুলাই—গত বছর এই দিনে পৃথিবী প্রত্যক্ষ করেছিল এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট সরকার। শহীদের রক্ত ও সংগ্রামীদের ত্যাগের বিনিময়ে একতাবদ্ধ হয়েছিল গোটা জাতি। রাস্তায় রাস্তায় ছিল উল্লাসমুখর জনতার ঢল।”
“এক বছর পর ফিরে এসেছে ৩৬ জুলাই। এই দিনে ঘোষণা করা হবে বহু প্রত্যাশিত ‘জুলাই ঘোষণাপত্র’। এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন থাকবে মানিক মিয়া অ্যাভিনিউতে,”—যোগ করা হয় পোস্টটিতে।
‘৩৬ জুলাই উদযাপন’ শীর্ষক এ অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায়।
দিনব্যাপী আয়োজনে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও গণউৎসব। এর ধারাবাহিকতায় বিকেল ৫টায় পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল।
অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আর সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
জানা গেছে, বিএনপিসহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নিয়ে চূড়ান্ত করা হয়েছে এই ঘোষণাপত্র। ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলেও জানানো হয়েছে।