1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে স্মারকলিপি: নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় প্রতিবাদ জোরালো | দৈনিক সংবাদ ৭১
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হতাহতদের ক্ষতবিক্ষত ছবি-ভিডিও ব্লার করার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ৫ আগস্ট দেশের সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে স্মারকলিপি: নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় প্রতিবাদ জোরালো ১২ কেজি এলপি গ্যাসের দাম কমল ৯১ টাকা সারা দেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১,৩৫৩ জন মঙ্গলবার বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের জন্য এনসিপির নির্দেশনা ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনওর পরিদর্শন জুলাই ঘোষণাপত্রে ২৬ দফা: বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনর্গঠনের রূপরেখা

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে স্মারকলিপি: নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় প্রতিবাদ জোরালো

এম আলী আকবর, ব্যুরো চিফ
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 


বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে স্মারকলিপি: নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় প্রতিবাদ জোরালো

এম আলী আকবর, ব্যুরো চিফ

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজ রোববার (৩ আগস্ট) খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেছে “বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি”। বিকেল ৪টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক বাগেরহাট জেলার একটি সংসদীয় আসন বিলুপ্ত করার প্রস্তাব শুধু অনাকাঙ্ক্ষিত নয়, বরং তা জনগণের প্রতিনিধিত্ব ও গণতন্ত্রের চেতনার পরিপন্থী। বাগেরহাটের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, ভৌগোলিক বিস্তৃতি ও জনসংখ্যার হার বিবেচনায় ৪টি সংসদীয় আসন বরাদ্দ থাকা যৌক্তিক ও ন্যায্য ছিল বলেও দাবি করা হয়।

বক্তব্যে ক্ষোভ ও সন্দেহের ইঙ্গিত

স্মারকলিপি প্রদান শেষে উপস্থিত নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত কোনো যৌক্তিক ভিত্তির ওপর দাঁড়িয়ে নেই। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে একপক্ষকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এটি করা হয়েছে বলে তাঁদের আশঙ্কা।

বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন,

“গণতান্ত্রিক দেশে জনগণের মতামত উপেক্ষা করে এবং প্রচলিত বিধি-বিধান লঙ্ঘন করে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা বাগেরহাটবাসীর মৌলিক অধিকার হরণের শামিল। আমরা জানতে পেরেছি, গাজীপুরের এক প্রভাবশালী নেতার আত্মীয় নির্বাচন কমিশনে কর্মরত এবং তাকেই বিশেষ সুবিধা দিতে বাগেরহাট থেকে একটি আসন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন,

“এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাগেরহাট জেলার জনগণ আরও বেশি অবহেলার শিকার হবে। আমরা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি—বিলুপ্ত করা সংসদীয় আসন অবিলম্বে পুনর্বহাল করতে হবে।”

বাগেরহাটবাসীর আন্দোলনের ধারাবাহিকতা

বক্তারা বলেন, ইতোমধ্যে জেলার সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্মারকলিপি প্রদান তারই একটি অংশ। তারা হুঁশিয়ারি দেন—এই দাবিকে উপেক্ষা করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং তা জেলার প্রতিটি ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ

স্মারকলিপি প্রদানকালে বাগেরহাটের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন—

  • সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম
  • সাবেক সচিব ড. মশিউর রহমান
  • বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার নাবিল আহমেদ
  • ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম
    এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।

ভবিষ্যৎ কর্মসূচির হুঁশিয়ারি

সর্বদলীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, বাগেরহাটের জনগণ ঐক্যবদ্ধ এবং একতাবদ্ধভাবে দাবি আদায়ে মাঠে থাকবে। দাবি না মানা পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চলবে। প্রয়োজনে ঢাকায় নির্বাচন কমিশন ভবনের সামনেও কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানান নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।