আবহাওয়া ডেক্স : প্রভাষক জাহিদ হাসান
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৩ আগস্ট) দুপুরে এক বিশেষ বুলেটিনে এই সতর্কবার্তা জারি করা হয়। এতে জানানো হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার দুপুর ২টা থেকে আগামী ৭২ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া সোমবার (৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যা স্বাভাবিক জনজীবন ও নিচু এলাকায় জলাবদ্ধতার কারণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছে।