শামীম হাওলাদার, মাল্টিমিডিয়া রিপোর্টার
বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে। তার হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়েছে, যার মধ্যে তিনটি গুরুতর।
শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমীরসহ দলের শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিক। পরে তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা ধরা না পড়লেও চিকিৎসকরা ডিহাইড্রেশনের কথা উল্লেখ করেছিলেন।
পরবর্তীতে ধারাবাহিক পরীক্ষায় তার হৃদযন্ত্রে মোট পাঁচটি ব্লক শনাক্ত হয়। এর মধ্যে তিনটি গুরুতর এবং দুটি আংশিক (প্রায় ৫০ শতাংশ) ব্লক। গুরুতর তিনটি ব্লক অপসারণে বাইপাস সার্জারি শুরু করেছেন চিকিৎসকরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, মেডিকেল বোর্ড শুরুতে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলেও, ডা. শফিকুর রহমান নিজেই দেশে থেকেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন। সাধারণ মানুষের মধ্যে দেশীয় চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।