মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স নীতি।”
২ আগস্ট (শুক্রবার) উখিয়া স্টেশন থেকে আরাকান সড়ক হয়ে কোটবাজার পর্যন্ত অনুষ্ঠিত গণমিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে উখিয়া উপজেলা জামায়াতে ইসলামি।
জেলা আমীর আনোয়ারী আরও বলেন, “উখিয়া-টেকনাফ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও পরিকল্পিত উন্নয়নের অভাবে এখনো পিছিয়ে। নিরাপত্তাহীনতায় জনগণ উদ্বিগ্ন। আমরা জনপদের শান্তি, নিরাপত্তা ও সম্মান পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবুল ফজল। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী এবং জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ (সঞ্চালক), নায়েবে আমীর মাওলানা নূরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল করিম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোহাম্মদ শাহজাহান।