স্টাফ রিপোর্টার: প্রভাষক জাহিদ হাসান
সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৩০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় অবৈধ গরু আটক করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) ভোররাতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১১৯২/৩-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্টিলবডি ইঞ্জিনচালিত একটি নৌকাসহ মালিকবিহীন ১৮টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।
অন্যদিকে একই সময়ে জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপি কর্তৃক ইসলামপুর নামক স্থানে আরেকটি পৃথক অভিযানে ১৪টি ভারতীয় অবৈধ গরু আটক করা হয়, যার বাজার মূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।
দুটি অভিযানে মোট ৩২টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে, যার মোট আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২০ হাজার টাকা।
এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন,
“উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জ জেলার প্রায় ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিয়মিতভাবে চোরাকারবার বিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। আটককৃত গরুগুলো এবং স্টিলবডি নৌকাটি শিগগিরই শুল্ক কর্মকর্তার মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।”
বিজিবি’র এমন তৎপরতাকে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।