স্টাফ রিপোর্টার: প্রভাষক জাহিদ হাসান
সিলেটের জকিগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মো. মাহমুদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার আটগ্রাম ইউনিয়নের মাদারনগর এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহমুদ আলী সিলেটের কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল গফুরের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মাহমুদ আলী শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর থেকেই নিখোঁজ ছিলেন। ওই দিন বিকেলে তার বাড়িতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আসেন এবং মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।
শনিবার সকালে স্থানীয় লোকজন মাদারনগর এলাকার একটি ধানক্ষেতে পড়ে থাকা এক মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। লাশের পাশেই পাওয়া যায় মাহমুদ আলীর ব্যবহৃত টর্চ লাইট, জুতা ও একটি হ্যান্ড গ্লাভস।
পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি মাহমুদ আলীর বলে শনাক্ত করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই এটিকে ‘পূর্বপরিকল্পিত হত্যা’ বলে সন্দেহ করছেন।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, “লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।