আমিরুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) মাল্টিমিডিয়া প্রতিনিধি
সাতক্ষীরা │ ২ আগস্ট ২০২৫
সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃনির্ধারণ, আশাশুনিকে স্বতন্ত্র আসন হিসেবে ঘোষণা এবং পূর্বের পাঁচটি আসন পুনর্বহালের দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা নায়েব আমির মাওলানা নুরুল আবছার মুর্তজা।
সঞ্চালনায় ছিলেন সদর সেক্রেটারি মাওলানা আব্দুল হাই।
বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশে ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করেছে। এর আওতায় সাতক্ষীরা জেলার ১০৭ নম্বর আসন (সাতক্ষীরা-৩) হিসেবে আশাশুনি ও শ্যামনগর উপজেলা নিয়ে একটি যৌথ আসন গঠন করা হয়েছে।
তাদের মতে, শ্যামনগর বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা, যা আয়তনের দিক থেকে বিশাল এবং সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় ভিন্ন ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য ধারণ করে। অপরদিকে আশাশুনি উপজেলা শ্যামনগর থেকে প্রায় বিচ্ছিন্ন, যার মধ্যে কার্যকর কোনো সড়ক যোগাযোগ নেই। দুই উপজেলার সীমান্তবর্তী অঞ্চলকে সংযুক্ত করেছে কেবল গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়ন, যা খোলপেটুয়া নদী দ্বারা বিভক্ত, এবং যাতায়াতের একমাত্র উপায় খেয়ানৌকা।
তারা আরও বলেন, আশাশুনির ভৌগোলিক ও প্রশাসনিক সংযোগ তালা, পাইকগাছা ও সাতক্ষীরা সদর উপজেলার সঙ্গে অধিক কার্যকর, যেখানে একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত দূরত্ব প্রায় ৯০-১০০ কিলোমিটার। সুতরাং, এই অসম যুক্তিকরণ জনদুর্ভোগের কারণ হবে বলেই তারা মনে করেন।
বক্তারা এই অনিয়ম ও জনস্বার্থবিরোধী পুনর্বিন্যাস বাতিল না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারিও দেন।