যশোর প্রতিনিধি, দৈনিক সংবাদ ৭১
গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভির পুত্র জিহাদ হোসাইন (১৬) সন্ত্রাসী হামলার শিকার হয়ে ছুরিকাহত হয়েছেন। শুক্রবার (১ মে) সন্ধ্যায় যশোর শহরের ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জিহাদ বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে সাংবাদিক অভি তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে রাত ১০টায় একটি পোস্টের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
জানা যায়, ঘটনার সময় জিহাদ তার এক বন্ধুর সঙ্গে ডিসি কোর্ট এলাকায় ঘুরতে যান। এ সময় হঠাৎ ৫-৬ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাদের পথরোধ করে এবং ছিনতাইয়ের চেষ্টা চালায়। জিহাদ বাধা দিলে এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ডান উরুতে আঘাত করে পালিয়ে যায়।
সঙ্গে থাকা বন্ধু তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহত জিহাদের উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং তা মারাত্মক।
এ ঘটনায় কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, ডিসি কোর্ট এলাকা সাধারণত জনসমাগমপূর্ণ হলেও সাম্প্রতিক সময়ে সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।
এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোরের সাংবাদিক মহল। সাংবাদিক নয়ন রায় এক বিবৃতিতে জিহাদের উপর হামলার নিন্দা জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “সাংবাদিক অভি একজন প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার একজন সাহসী সৈনিক। তার পরিবারের ওপর এমন বর্বরোচিত হামলা গভীরভাবে উদ্বেগজনক।”
উল্লেখ্য, ঘটনার পর যশোরের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।