ফরিদপুরে “মাদার্স অফ জুলাই” শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী
আবিদ হাসান আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার
ফরিদপুরে “মাদার্স অফ জুলাই” শীর্ষক এক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। জুলাই মাসের গণআন্দোলনে শহীদ ও আহতদের মায়েদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী আয়োজনটি হয়ে ওঠে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে জুলাই মাসের শহীদদের স্মরণে নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ফরিদপুর জেলা উপপরিচালক মাসউদা হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
আলোচনা সভায় জুলাই মাসের গণআন্দোলনের শহীদদের মায়েরা ও আহত যোদ্ধারা তাদের বেদনার অভিজ্ঞতা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। তারা বলেন,
“পরিবারের একজন সদস্য হারানো যে কতটা বেদনাদায়ক, তা একজন মা-ই সবচেয়ে বেশি অনুভব করেন। আমাদের সন্তানরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে, অথচ এখনো তাদের মূল্যায়ন হয়নি।”
তারা অভিযোগ করেন, এখনো জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিচার হয়নি, বরং বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হচ্ছেন।
বক্তারা বলেন,
“যে প্রত্যাশা নিয়ে আমাদের সন্তানরা জীবন উৎসর্গ করেছিল, তা এখনো বাস্তবায়ন হয়নি। বরং অবহেলার শিকার হচ্ছি। আমরা প্রশ্ন করতে চাই—কেন আমরা অবহেলিত থাকব?”
বক্তারা আরও অভিযোগ করেন,
“জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতে হামলার শিকার হতে হয়েছিল। এখনো সেই ঘটনার বিচার হয়নি।”
তারা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান এবং শহীদ পরিবারের নিরাপত্তা ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা বলেন,
“দেশের মায়েরা যেভাবে সাহসিকতার সাথে তাদের সন্তানদের স্বৈরাচারবিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন, তা জাতি চিরকাল গর্বের সাথে স্মরণ করবে।”