আজিজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সদ্য সম্পন্ন হওয়া গ্রাম পুলিশ নিয়োগকে কেন্দ্র করে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। শারীরিক যোগ্যতা ও সরকারি বিধি লঙ্ঘন করে প্রভাব খাটিয়ে অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরকারি বিধি অনুযায়ী, গ্রাম পুলিশ পদে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হওয়া বাধ্যতামূলক। নারীদের জন্য উচ্চতা নির্ধারিত ৫ ফুট, ওজন ৪৫ কেজি এবং বুকের মাপ যথাক্রমে ২৮ ও ৩০ ইঞ্চি। প্রার্থীদের সুস্থ-সবল দেহের অধিকারী হওয়া আবশ্যক।
কিন্তু ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকলেও নিয়োগপ্রাপ্তদের মধ্যে অনেকের ক্ষেত্রেই এসব শারীরিক যোগ্যতার শর্ত মানা হয়নি বলে দাবি করেন স্থানীয় সচেতন মহল। তাদের অভিযোগ, বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে এসব অযোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার প্রত্যক্ষ হস্তক্ষেপে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, এই প্রভাবশালী নেতা অর্থ বিনিময়ে অযোগ্যদের নাম তালিকাভুক্ত করিয়েছেন।
এ ঘটনায় ফকিরহাটে চরম ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহলের প্রশ্ন, “যদি সরকারি নিয়মই না মানা হয়, তাহলে নিয়োগের মানদণ্ড কোথায়? দুর্নীতির অভিযোগ থাকলেও প্রশাসন কেন নীরব?”
স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করছেন, এভাবে প্রশাসনের নীরব ভূমিকা ও রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া ক্রমেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে ফকিরহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।