মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর এলাকায় হায়নার মতো দেখতে এক হিংস্র প্রাণীর আক্রমণে অন্তত ৪ জন এবং পাশের দুর্গাপুর উপজেলায় আরও একজন ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, ৩১ জুলাই ভোররাতে হঠাৎ করেই একটি হিংস্র জন্তুর আক্রমণের শিকার হন তারা। আহতদের মধ্যে শিবপুর গ্রামের মো. আব্দুল খালেক, মো. মমিনুল (ভ্যানচালক), মো. রশিদ ও মো. ইমরান এবং দুর্গাপুর উপজেলার বাসিন্দা মুসা নামের একজন রয়েছেন। আহত পাঁচজন বর্তমানে রাজশাহী আইডি হাসপাতালে চিকিৎসাধীন।
আহত মো. আব্দুল খালেক বলেন, “গতকাল ভোররাতে ঘরের বাইরে বের হতেই হায়নার মতো দেখতে একটি প্রাণী হঠাৎ করে আমাকে আক্রমণ করে কামড় ও আঁচড় দেয়। আমার চিৎকারে লোকজন ছুটে এলে প্রাণীটি পালিয়ে যায়। আমরা টেলিভিশনে হায়নার মতো যেসব প্রাণী দেখি, এক ঝলকে তেমনটাই মনে হয়েছে।”
শিবপুর এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, “এলাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও আমি নিজে দেখিনি, তবে যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই একই ধরনের বর্ণনা দিয়েছেন।”
এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “এই অঞ্চলে হায়না থাকাটা খুবই অস্বাভাবিক। সম্ভবত এটি একটি পাগল হয়ে যাওয়া শিয়াল হতে পারে। এ ধরনের শিয়াল মাঝে মাঝে এমন আচরণ করে থাকে এবং মানুষ বা গৃহপালিত পশুর ওপর আক্রমণ করে।”
তিনি আরও জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে।