স্টাফ রিপোর্টার || প্রভাষক জাহিদ হাসান
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এরপর অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করে।
কারাগারে পাঠানো অভিযুক্তরা হলেন—
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বেগমগঞ্জের চৌমুহনী রেললাইন এলাকা থেকে হঠাৎ একটি ঝটিকা মিছিল শুরু হয়। মিছিলে শেখ হাসিনার ছবি ও প্ল্যাকার্ড বহন করে ২৫-৩০ জন কিশোর ও তরুণ অংশ নেয়। মিছিলটি করিমপুর হাসান সড়ক হয়ে দ্রুত শেষ হয়ে যায়। মিছিলের নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জিহাদ হাসান রতন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে’ এবং ‘শেখ হাসিনা ফিরবে’—এই ধরনের স্লোগান দেওয়া হয়। মিছিলের একপর্যায়ে অংশগ্রহণকারীরা ‘শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ’ বলেও স্লোগান দেয়। পুরো মিছিলটি সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব তার ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) করেন।
পুলিশ জানায়, এই মিছিলটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের তত্ত্বাবধানে সংঘটিত হয়। উল্লেখ্য, তিনি নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। মিছিলে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’