শফিকুল বারি, স্টাফ রিপোর্টার
দৈনিক সংবাদ ৭১
ভাষা, ধর্ম কিংবা জাতীয়তার বিভেদ—কিছুই থামাতে পারেনি হৃদয়ের টান। হাজার মাইল দূরের ব্যবধানও পিছু হটেছে ভালোবাসার কাছে। এমনই এক ব্যতিক্রমী প্রেমের গল্প রচিত হয়েছে মাদারীপুর জেলার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামে।
চীনের সাংহাই শহর থেকে এসেছেন ২৬ বছর বয়সী সিতিয়ান জিং। তিনি ভালোবেসে বিয়ে করেছেন বাংলাদেশের মাদারীপুরের উত্তর মহিষেরচর এলাকার বাসিন্দা সুমাইয়া আক্তারকে। প্রেমের শুরু হয়েছিল জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে। এরপর তারা চার মাস ইউটার্চ অ্যাপে নিয়মিত কথা বলতেন, অনুবাদ অ্যাপস ব্যবহার করে মনের ভাব বিনিময় করতেন।
পরিবারের সম্মতিতে গত ২৪ জুলাই তাদের বিয়ে সম্পন্ন হয় কনের বাড়িতেই। বর্তমানে সিতিয়ান জিং তার নববধূর সঙ্গে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।
জানা গেছে, সিতিয়ান জিং চীনের সাংহাই শহরের সি জিং নিংয়ের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি একজন এবং সাংহাইয়ে তাদের একটি রেস্টুরেন্ট রয়েছে। কনের পিতা সাইদুর মুন্সি বলেন, “সবকিছু বুঝে শুনেই মেয়ের বিয়ে দিয়েছি। ছেলে ভদ্র এবং দায়িত্বশীল মনে হয়েছে।”
স্থানীয়রা বলছেন, এই ঘটনা শুধু প্রেমেরই নয়, এটি সাংস্কৃতিক মেলবন্ধনের একটি চমৎকার উদাহরণ।