মোঃ রবিন আলী, জেলা প্রতিনিধি, জামালপুর
জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের স্মরণে ও রেমিটেন্স যোদ্ধাদের অবদানের স্বীকৃতি জানিয়ে জামালপুরে উদযাপিত হয়েছে ‘রেমিটেন্স যোদ্ধা দিবস’। এ উপলক্ষে শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও গর্বিত প্রবাসীদের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন জামালপুর, ডেমো জামালপুর, টিটিসি মেলান্দহ এবং টিটিসি জামালপুরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—
বক্তারা বলেন, ১৯৭০-এর দশকের জুলাই-আগস্টে দেশব্যাপী চলমান রাজনৈতিক উত্তাল পরিবেশে প্রবাসীরা সরাসরি রেমিটেন্স পাঠ না করলেও আন্দোলন-পরবর্তী সময়ে তারা বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই ধারাবাহিকতাতেই আজকের প্রবাসী বাংলাদেশিরা বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।
আলোচনা শেষে পাঁচজন রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।