এম আলী আকবর
ব্যুরো চিফ, দৈনিক সংবাদ ৭১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সকাল ৭টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচার সম্পন্ন হয়। সার্জারির নেতৃত্বে থাকা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির জানিয়েছেন, সফলভাবে অপারেশন শেষ হয়েছে এবং ডা. শফিকুর রহমান সাত দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকেরা বড় কোনো জটিলতা না পেলেও পরবর্তীতে নানা পরীক্ষার মাধ্যমে তার হৃদপিণ্ডে পাঁচটি ব্লক ধরা পড়ে, যার মধ্যে তিনটি ছিল গুরুতর এবং দুটি আংশিক (প্রায় ৫০%) ব্লক।
এরপর চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার সুযোগ থাকলেও তিনি দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধির উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা নিজেই জানান তিনি।
ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহল।