আশুলিয়ায় প্রবীণ সাংবাদিক মোস্তাক আহমেদের ইন্তেকাল, সর্বমহলে শোক
স্টাফ রিপোর্টার: প্রভাষক জাহিদ হাসান
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় কর্মরত প্রবীণ সাংবাদিক, দৈনিক আমাদের খবর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য মোঃ মোস্তাক আহমেদ (৫৭) আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) ট্রাফিক পুলিশ বক্সের সামনে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট রায়হান ও তার সহকর্মীরা তাঁকে দ্রুত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মরহুম মোস্তাক আহমেদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন যাবত আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়া ওমর আলী সজীবের বাড়িতে স্ত্রী ও সন্তানসহ বসবাস করে আসছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন এবং বহু সহকর্মী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সহকর্মী সাংবাদিকদের মাঝে এবং স্থানীয় সংবাদ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুম মোস্তাক আহমেদের জানাজা শেষে সিরাজগঞ্জ শহরের পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।