আজিজুর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার
দৈনিক সংবাদ ৭১
বাগেরহাট-৪ সংসদীয় আসন বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে শুক্রবার (১ আগস্ট) বিকেলে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও এক ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খাজী খায়রুজ্জামান শিপন বলেন,
“পীর খানজাহান আলীর পুণ্যভূমি বাগেরহাট নিয়ে তালবাহানা চলবে না। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই বাগেরহাট-৪ আসন বিলুপ্তি করা হয়েছে। আমরা এটা কোনোভাবেই মেনে নেব না। প্রয়োজনে বাগেরহাটকে রাজধানী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,
“অবিলম্বে বাগেরহাট-৪ আসন পুনর্বহাল করা না হলে জেলার স্কুল, কলেজ, মাদরাসা বন্ধ করে দেওয়া হবে। জেলা অচল করে দেওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফকির রাসেল আল ইসলাম, শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, যুবদল নেতা ফারুক হোসেন সামাদ এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ।
প্রতিবাদ কর্মসূচির সময় প্রায় ১ ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ঢাকাগামীসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়।