শফিকুল বারি, সুনামগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫
সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার কাজ চললেও বহু স্থানে ড্রেনগুলোর উপর স্ল্যাব (ঢাকনা) না থাকায় তা ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধ আর স্বাস্থ্যঝুঁকিতে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা।
পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের আমপাড়া, লম্বা হাটি, মাঝের হাটি, মড়ল হাটি ও আশপাশের এলাকাগুলো ঘুরে দেখা গেছে, অনেক ড্রেনের উপর স্ল্যাব নেই, ড্রেনে জমেছে ময়লা-আবর্জনা। এতে পানি নিষ্কাশনে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। সামান্য বৃষ্টি হলেই ড্রেন উপচে পানি উঠে আসছে রাস্তায়।
স্থানীয় বাসিন্দারা জানান, অনেক জায়গায় ডাস্টবিনের অভাবে মানুষ বাধ্য হয়ে ড্রেনেই ময়লা ফেলছেন। ফলে ড্রেনগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশা-মাছির ‘নিরাপদ আশ্রয়ে’ পরিণত হয়েছে।
পশ্চিম তেঘরিয়ার বাসিন্দা রিফাত আলম বলেন, “আমাদের এলাকার ড্রেনগুলোতে সবসময়ই দুর্গন্ধ ছড়ায়। ঢাকনা না থাকায় মানুষজন সেখানে ময়লা ফেলে। দ্রুত এর সমাধান প্রয়োজন।”
লম্বা হাটির কামাল মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার করা হয়নি। এখন তা নাজুক অবস্থায় রয়েছে। কোথাও কোথাও স্ল্যাব নেই, কোথাও আবার পরিষ্কারের বালাই নেই।”
মাঝের হাটির বাসিন্দা মনি মিয়া বলেন, “ড্রেনগুলো যেন মশার কারখানায় পরিণত হয়েছে। ঘরের দরজা-জানালাও বন্ধ রাখতে হয় মশার ভয়ে। দুর্গন্ধে জীবন অতিষ্ঠ।”
মড়ল হাটির খলিল মিয়া বলেন, “ঢাকনা না থাকায় কেউ কেউ ড্রেনে ময়লা ফেলে দেয়, এতে পানি চলাচল বন্ধ হয়ে যায়। পৌর কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
তেঘরিয়ার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই ড্রেনেজ ব্যবস্থার দৃশ্যমান উন্নতি দেখতে।”
যদিও বর্তমানে পৌর প্রশাসক শহরের বিভিন্ন ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করছেন, তবে ৭ নম্বর ওয়ার্ডের পুরনো ড্রেনগুলো এখনও সংস্কারের অপেক্ষায়। ফলে ওই এলাকার বাসিন্দারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।