স্টাফ রিপোর্টার প্রভাষক জাহিদ হাসান, দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেক্স :
সূত্র: রয়টার্স
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে ওয়াশিংটন। শুক্রবার (১ আগস্ট) হোয়াইট হাউসের এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, যুক্তরাষ্ট্র এতদিন বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল। তবে সাম্প্রতিক আলোচনার ভিত্তিতে ১৫ শতাংশ কমিয়ে এখন তা ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এতে করে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো কিছুটা সহজ ও প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা হচ্ছে।
শুধু বাংলাদেশ নয়, একই সঙ্গে আরও কয়েক ডজন দেশের আমদানি শুল্ক পুনর্নির্ধারণ করেছে ওয়াশিংটন। ঘোষিত নতুন হারের তালিকায় রয়েছে—
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করার ইঙ্গিত দেয়। পাশাপাশি এতে স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য বৈদেশিক বাজারে প্রবেশ সহজ হতে পারে।
বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হস্তশিল্পসহ অন্যান্য রপ্তানি পণ্যের ওপর এই শুল্ক হ্রাস ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রপ্তানিকারকরা আশা করছেন, এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাজার আরও সম্প্রসারিত হবে।