স্টাফ রিপোর্টার: আজিজুর রহমান
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫
ঢাকায় ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ‘গোপন বৈঠকে’ অংশ নেওয়ার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সেনাবাহিনীর এক কর্মরত মেজরকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ঢাকায় সেনাসদরের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, অভিযুক্ত মেজরের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানায়, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে “রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের” নেতাকর্মীরা দিনব্যাপী এক বৈঠকের আয়োজন করে। এ ঘটনায় ভাটারা থানায় দায়ের হওয়া মামলায় বলা হয়েছে, বৈঠকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারিরাও অংশ নেন।
বৈঠকে সেনাবাহিনীর ওই মেজর উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের “প্রশিক্ষণ” দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। মামলার তদন্তকারী সংস্থা জানিয়েছে, বৈঠকের উদ্দেশ্য ছিল দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা।
মিলিটারি অপারেশনস বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর অভিযুক্ত মেজরকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং গোপন বৈঠকের মাধ্যমে উসকানিমূলক তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
সূত্র: বিবিসি