মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫
আগামীকাল শুক্রবার (১ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে টেকনাফ উপজেলা জামায়াত আয়োজিত গণমিছিল সফল করার লক্ষ্যে শৃঙ্খলা বিভাগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে টেকনাফ জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার এবং সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইসমাঈল।
সভায় বক্তব্য প্রদানকালে উপজেলা আমীর বলেন, “জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শিক সংগঠন। ইনশাআল্লাহ, আগামীকালের গণমিছিলেও এই ঐতিহ্য বজায় থাকবে। সুশৃঙ্খল ও সফল গণমিছিল উপহার দিতে সকলকে সর্বোচ্চ চেষ্টা ও ত্যাগের পরিচয় দিতে হবে।”
তিনি আরও বলেন, “৮ হাজার মানুষের অংশগ্রহণে এই গণমিছিল ইনশাআল্লাহ টেকনাফের ইতিহাসে একটি রেকর্ড হয়ে থাকবে।”
তিনি উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের গণমিছিল সফল করার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন—
সভা শেষে আগামীকালের গণমিছিল শান্তিপূর্ণ ও সফল করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।