আমিরুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বুধহাটা ফুটবল একাদশ বনাম বেউলা ফুটবল একাদশ। জমজমাট এই খেলায় বেউলা ফুটবল একাদশ ১-০ গোলে জয়ী হয়।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশাশুনি উপজেলা যুব বিভাগের সংগ্রামী সভাপতি ড. রোকনুজ্জামান। খেলায় প্রধান অতিথিসহ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রবিউল ইসলাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. আজহারুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. ওলিউল ইসলাম, সহ-সভাপতি হাফেজ মহসেন শরীফ, সেক্রেটারি আমিরুল ইসলাম, সহ-সেক্রেটারি শাহ আলম, প্রচার সম্পাদক হাফেজ মনিরুল ইসলাম, ওয়ার্ড সভাপতি শীষ মো. জেরি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারি আমজেদ হোসেন এবং যুব বিভাগের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি খায়রুল ইসলাম ও সেক্রেটারি ফজলুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে খেলাটি। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।