দুলাল মিয়া, বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচিত গৃহবধূ শাহিনুর হত্যাকাণ্ডের মূল আসামি সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসে বাঞ্ছারামপুর উপজেলার মোল্লাবাড়ি ব্রিজ এলাকায় গৃহবধূ শাহিনুরকে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত সুজন পলাতক ছিল।
গ্রেফতারের পর সুজনকে আদালতে হাজির করা হলে, সে স্বেচ্ছায় হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালত গ্রহণ করেছে।
এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।